বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ সম্প্রতি নিউমার্কেট থানার উদ্যোগে আয়োজিত এক কনভেনশনে বক্তব্য রাখেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী যেকোনো পরিস্থিতিতে আওয়ামী লীগের অপশাসন, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ করবে এবং জনগণের পাশে থাকবে। চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অতীতে যারা এই অপরাধগুলো করেছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে।
ড. শফিকুল ইসলাম মাসুদ আরো বলেন, জামায়াতে ইসলামী জনগণের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য সর্বশক্তি প্রয়োগ করতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন যে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রাথমিকভাবে নিজেকে ইসলামি শিক্ষায় প্রস্তুত করতে হবে এবং জামায়াতে ইসলামী সেই শিক্ষার আলোকে কর্মীদের প্রস্তুত করেছে।
এসময় উপস্থিত ছিলেন নিউমার্কেট থানা আমীর মাওলানা মহিব্বুল হক ফরিদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. মোবারক হোসেন, এবং প্রকৌশলী শেখ আল আমিন। এছাড়া অনুষ্ঠানে আইটি ব্যবসায়ী নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।