রাজধানীর আশপাশ এলাকা ঘিরে যানজট নিরসনে নির্মাণাধীন ঢাকা- আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ ৯ প্রকল্পে ২ হাজার ৬৬৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। এ প্রকল্পের ভৌত অবকাঠামোগত কাজ শুরুর আগেই নতুন করে ৬৫১ কোটি ৭১ লাখ ১৮ হাজার টাকা ব্যয় বাড়লো। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের সময়ও বেড়েছে ২ বছর।২০১৭ সালে যখন প্রকল্পটি পাস হয় তখন ডলারের দাম ছিলো ৮০ দশমিক ৭০ টাকা।এখন তা বেড়ে হয়েছে ৮৯ টাকা। বুধবার (১ জুন) আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির ( একনেক) সভায় এ সব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।