সরকারি চাকরিতে থাকা কর্মচারীরা, নতুন চাকরিতে আবেদন করতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়।কিন্তু বিষয়টি আমলে না নিয়ে অনেকে নতুন চাকরি হওয়ার পর কর্তৃপক্ষকে জানাচ্ছেন। বিষয়টি বিধিসম্মত নয় বলে অফিস আদেশ জারি করেছেন মন্ত্রীপরিষদ বিভাগ। গত রবিবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন মন্ত্রীপরিষদ বিভাগ। আদেশে বলা হয়েছে, যারা ইতিমধ্যে অনুমতি না নিয়ে আবেদন করেছেন তাদেকে লিখিত বা ব্যবহারিক পরীক্ষার আগে অবশ্যই অনুমতি নিতে হবে।সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ এর ১৭ নম্বর ধারায় বলা হয়েছে ” কোনো সরকারি কর্মচারী সরকারের তথা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে সরকারি কার্য ব্যতীত অন্য কোনো চাকরি বা কার্য গ্রহন করতে পারবেন না”।