আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এ বি এম খুরশিদ আলম, বলেছেন আমাদের দেশের হাসপাতালগুলোতে জনবল সঙ্কট রয়েছে। শিগগিরই আরও সাড়ে চার হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে এ সমস্যার সমাধান করা হবে। কুড়িগ্রাম জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।